শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১১

যারা এডসেন্স শিখে অনলাইন থেকে বুঝে-শুনে আয় করতে চান তাদের জন্য

অনলাইনে আয় নিয়ে আমাদের ভাবনার শেষ নেই। পিটিসি পিটিসি করে তো কতজনে মাথা ফাটায়ে ফেলছে। যদিও আজ পর্যন্ত কাউকে বলতে শুনি নি এটি দিয়ে ১০০ ডলার মাসে আয় করেছেন। সত্যি বলতে কি আয়ের কোনো সহজ উপায় এই পৃথিবীতে নেই। যারা অনলাইন থেকে আয় করছেন প্রত্যেকেই অনেক কষ্ট করছেন। সুতরাং একদিন এসেই পরের দিন টাকা বুঝে নিবো এইটা ভাই তেমন কোনো জায়গায় না। অন্যান্য সকল কাজের মতো এখানেই পড়াশোনার কোনো বিকল্প নেই।
এডসেন্স থেকে আয় করতে হলে আগে আপনাকে এডসেন্স সম্পর্কে জানতে হবে। এজন্য সবার আগে এডসেন্সের টার্মস এন্ড কন্ডিশন পড়ে নিতে হবে আপনাকে। এবার এডসেন্স সম্পর্কে জানতে চলে যান এডসেন্সের হেল্প টপিকসে। আর বাংলা ভাষায় এডসেন্সের সবচেয়ে ভালো তথ্যভান্ডার নিঃসন্দেহে হাসান ভাইয়ের ব্লগ । এখানেও আপনার প্রশ্নের উত্তর পাননি। চলে যান এডসেন্স ফোরামে। এই মুহুর্তে সেখানে প্রায় ১ লাখ ২০ হাজার টপিকই আছে। আর পোস্ট সংখ্যা তাহলে কোটির কাছাকাছি হতেই পারে। কপাল সর্বোচ্চ খারাপ না হলে সেখানে আপনার সকল অজানা প্রশ্নের উত্তরই পাবেন। আর না পেলে ক্ষতি কি? নিজেই প্রশ্ন করুন। সেখানে প্রশ্ন করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যদি ইউজার এবং টপ কন্ট্রিবিউটাররা আপনার প্রশ্নের সন্তোষজনক সমাধান দিতে পারে তাহলে সরাসরি গুগলের যেকোনো কর্মকর্তা আপনার সাহায্যে এগিয়ে আসবে।
আপনি যদি এই চারটি সোর্স সম্পর্কে ভালো করে নাড়া চাড়া করে আসেন তাহলে ভাই বলতেই হবে আপনাকেই খুজছে বাংলাদেশ। এখন শুধু কাজে লাগানোটা বাকি। আর হ্যা টেকটিউনসেও অনেক ভালো লেখা আছে এ নিয়ে বিশেষত শাকিল ভাইয়ের। সেগুলা অবশ্যই পড়ে নিবেন সবাই।
আমি নিজে অনলাইনের কাজের সাথে জড়িত আছি প্রায় ১০ বছর ধরে। আর সরাসরি নিজে এডসেন্স থেকে আয় করছি ৩ বছর ধরে। এখন অবসর সময়ে আমি চাচ্ছি আমার এ অভিজ্ঞতা যারা সত্যি সত্যি এডসেন্স শিখতে চান তাদের সাথে শেয়ার করতে। নিজের বাসাতেই শুধুমাত্র ২ জনের ক্লাস নিবো আমি। ব্লগিং, এসইও এবং মূলত এডসেন্স হবে আমার পড়ানোর টপিক।
আর যারা আমার কাছ থেকে সরাসরি হাতে কলমে শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমি মূলত আমার অভিজ্ঞতা, আমি যা জানি, যা করেছি তা শেয়ার করবো আপনাদের সাথে। আর হ্যা এডসেন্স একাউন্ট যেনো ব্যান না হয় (সাবধানতার মার নেই) কিংবা এক ক্লিকেই কিভাবে ১৫/২০ ডলার পাওয়া যায় এসব এক্সক্লুসিভ টিপস তো থাকবেই (এইগুলা কিন্তু ভাই পান্তাভাত না, কষ্ট না করলে কেষ্ট মিলবে কিভাবে আপনিই বলুন?)। নবীনদের শেখাতেই আমি বেশি আগ্রহী। কেননা নিজেই আর কতোটুকু জানি বলেন?
তবে ভাই কাউকে কিভাবে রেডিমেড এডসেন্স একাউন্ট বানিয়ে দিতে হয় তা আমার জানা নেই। আমি বড়োজোর বলতে পারি কিভাবে ভালো এবং ইউনিক কন্টেন্টের সুন্দর একটি সাইট বানিয়ে তারপর এডসেন্সে এপ্লাই করতে হয় সে উপায়। আর হ্যা, আমি আগে যেসব ভুল করেছি, ভুল থেকে যা শিখেছি তা জানাবার যথাসাধ্য চেষ্টা করবো আমি ইনশাল্লাহ।
ভাল থাকবেন সবাই।
মোবাইলঃ ০১৬৭৭২৫৮২৪৫

ফেসবুকে আউটসোর্সিং নিয়ে পেজ

ফ্রিল্যান্স হেল্পলাইন’ নামে ফেসবুকে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিংবিষয়ক একটি পেজ চালু হয়েছে। এই পেজ থেকে ফ্রিল্যান্সবিষয়ক নানারকম তথ্য, সংবাদ, টিপস পাওয়া যাবে। ঠিকানা: http://www.facebook.com/freelancebd। —বিজ্ঞপ্তি

আপনি কি একজন দক্ষ অনলাইন আরনার হতে চান?

আপনি কি একজন দক্ষ অনলাইন আরনার হতে চান? আমরাই প্রথম, যারা অনেক কম টাকায় কোসর্গুলো করাচ্ছি, সাথে আজীবন প্রবলেম সলভিং ক্লাস করার সুযোগ দিচ্ছি; যা কিনা বাংলাদেশের ইতিহাসে প্রথম। আমরা আপনার certificate-এর বোঝা বাড়াচ্ছিনা। বরং আপনি যাতে আসলেই আয় করতে পারেন, সে জন্য আপনাকে আজীবন সহযোগীতা করছি। আমরা ইন্টারনেট থেকে আয় করার শক্তিশালী কিছু প্রোগ্রাম যেমনঃ freelancing, google adsense, affiliate marketing, seo সহ আরো অনেক কিছু হাতে কলমে শেখাচ্ছি। যেখান থেকে আপনি মাসে ১০০- ১০০০ ডলার বা আরো অধিক আয় করতে পারবেন। আমরা এ পযর্ন্ত প্রায় ১৫০০ জন ছাত্র-ছাত্রীকে এ কোসর্গুলো শিখিয়েছি। আমাদের যশোরের এক ছাত্রী SEO শিখে মাসে প্রায় ১৫০০-২০০০ ডলার আয় করছে, আর Master Card থেকে টাকা তুলছে। যাকিনা তার কাছে এখনো স্বপ্নের মত মনে হয়। এখন সিদ্ধান্ত আপনার হাতে, আপনিও ইচ্ছে করলে অনলাইনে আয়ের মাধ্যমে আপনার ও দেশের অথর্নী‍তিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারেন। আমাদের সাথে যোগাযোগঃ মোঃ এনায়েত - 011 911 09 79 2 "আমরাই প্রথম যারা ১৯৯৯ সালে অনলাইন আয়কে সফলভাবে সকলের কাছে উ‍ন্মুক্ত করি।"

"Dreams are not those that are dreamt at night, but dreams are those that are dreamt at open eyes."

অনলাইনে আয় : গুগল এ্যাডসেন্স ও বিডভারটাইজার আসুন দেখি কে এগিয়ে ?

কেমন আছেন সবাই?সময়ের অভাবে অনেক দিন পর পোষ্ট লিখছি ।আমরা যারা অনলাইনে আয় করি বা অনলাইনে আয়ের চেষ্টা করছি তাদের জন্য এই পোষ্ট খুবই গরুত্বপূর্ন বলে মনে করি আমি ।অনলাইনে আয় বলতে গুগল এ্যাডসেন্স কে এগিয়ে রাখি আমরা ।কিন্তু গুগল এ্যাডসেন্স তো সোনার হরিন ।দীর্ঘ ৩বত্‍সর পর চেষ্টার তাকে ধরতে পেরেছি ।এতো দিন বিডভারটাইজার নিয়ে কাজ করেছি আমি আজ আপনাদের কাছে উপস্থাপন করতে চাই এই দুইটার মধ্য কে এগিয়ে ?
বিডভারটাইজার এর সুবিধা গুলো হলোঃ ১. বাংলা ওয়েবসাইটে বিঞ্জাপন দেয় ।
২. সাইট সাবমিট করলে সহজে এ্যাপ্রোভ করে ।
৩.কঠিন কোন শর্ত নাই .যেমন আমার সাইটে আমি অনেকবার ক্লীক করেছি ।
৪.মাত্র ১০ ডলার হলে পেপাল ১০০ ডলার হলে চেক মাধ্যমে টাকা উঠানো যায় .প্রত্যক মাসে ৩০ তারিখে অবশ্যই পেমেন্ট পাওয়া যায় ।
৫.গতকাল ১০০ ডলার পেমেন্ট পেয়েছি সাথে ৮ ডলার কনভেজ বোনাস হিসেবে পেয়েছি ।
৬.বিডভারটাইজার আপনার সাইটের জন্য পার ক্লীক কত দিবে তা প্রথম থেকে নির্ধারন প্রত্যক ক্লিকে একই পরিমান আয় হবে.যেমন বাংলা সাইটের জন্য পার ক্লীক ৩সেন্ট থেকে ১০ সেন্ট ও ইংরেজী ও ভালো মানের সাইটের জন্য যেমনঃ আমার সাইটে পার ক্লীক $ ১ ডলার পর্যন্ত নির্ধারন করা আছে ।
৭. এখানে বড় যে সুবিধাটি আছে একজন ব্লগার হিসেবে তা বলতে পারলাম না .কারন আমি চাইনা অন্য ব্লগারদের ক্ষতি হোক ।
এক কথায় কোন শর্তের জালে আপনাকে আবদ্ধ করেনা বিডভারটাইজার
অসুবিধাগুলোঃ এরা বেশী ইমেজ এ্যাড দেয়না বেশী টেক্সট এ্যাড বেশী দেয়।
যে সাইটের জন্য এ্যাড নিবেন ঐ সাইটেই কোড বসাতে হবে (প্রত্যক সাইটের জন্য আলাদা আলাদা কোড নিতে হবে)
গুগল এ্যাডসেন্সঃ
১.এরা সহজে এ্যাকাউন্ট এ্যাপ্রোভ করেনা ।
২.বাংলা সাইট এ্যাডসেন্স নেয়না
৩.বিভিন্ন শর্তের জালে আবদ্ধ করে রাখে ।
৪. আমি হতাশ হয়েছি এত খড় কাঠ পুড়িয়ে একটা এ্যাকাউন্ট পেয়ে পার ক্লীক আয় ৮সেন্ট দেখে ।
গুগল এ্যাডসেন্সের বেশী সুবিধা হলো এরা ইমেজ এ্যাড বেশী দেয় যাতে প্রচুর
ক্লীক সম্ভবনা থাকে ।
আমার অভিঞ্জতা শেয়ার করলাম এবার যারা গুগল এ্যাডসেন্স পাননি তারা বিডভারটাইজার থেকে নিশ্চিন্তে এ্যাড নিতে পারেন ।আর যারা গুগল এ্যাডসেন্স পাবলিশার তাদের কে বলবো এ্যাডসেন্সের পাশাপাশি অন্য ওয়েবসাইট বানিয়ে যাচাই করতে পারেন, এখানে দেখতে পারেন বা যোগ দিতে পারেন BidVertiser ধন্যবাদ । মতামতের আশায় রইলাম ।

শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১১

অনলাইনে আয় ও আমাদের দেশের বাস্তবতা

বর্তমানে পত্র পত্রিকা এবং ব্লগ ঘাটলে একটি বিষয় বেরিয়ে আসে সেটা হল অনলাইন থেকে আয়। এখন কথা হচ্ছে কিভাবে এই আয় করা সম্ভব আমরা বাংলাদেশিরা সঠিক জানাশোনা এবং প্রশিক্ষনের অভাবে অনেকেই ঠক খাচ্ছি। আমি নিজে অনেক পরিশ্রম করেছি কিন্তু তার ফল পাওয়া যায়নী। প্রথম আলো ব্লগে অনেক দিন ধরে দেখছি সম্মানিত অনেক ব্লগার অনলাইন থেকে আয় বিষয়ক নিজের বিজ্ঞাপন সহ লেখা লেখি করেছেন। বিশেষ করে সম্মানিত করিম সাহেবের কথা সবার জানা। করিম সাহেবের লেখায় হয়ত অনেকে উপকার পেয়েছেন।
যাই হোক আমি নিজের অনেক খোজা খুজি করে জেনে শুনে একটি অনলাইন সাইটে ৭০০০টাকা ইনভেস্ট করি। পরীক্ষামুলকভাবে ১ ডলার হলেই সেই ডলার আমি আমি যার মাধ্যমে উক্ত সাইটে জয়েন করি তার আইডিতে উক্ত ডলার ট্রান্সফার করলে সে আমাকে ১ডলার সমপরিমানের টাকা দিয়ে দেয়। এভাবে ৭০০০টাকা দিয়ে জয়েন করে করে প্রতিদিন ১০০টি পিটিসি লিংকে ক্লিক করে ১ ডলার ইনকাম করছি। উক্ত সাইটে বিড করে কাজ ধরার ব্যবস্থা রয়েছে।
এ সম্পর্কিত একটি পোস্ট গত তিন দিন পূর্বে প্রথম আলো ব্লগে প্রকাশিত হলে কয়েকজন সম্মানিত ব্লগার এভাবে মন্তব্য করেন
মিঃ জহিরুল ইসলাম
ভাইজানঃ রাস্তায় খাড়াইয়া ক্যানভাসারি করলে ভালো করতেন। আপনারও দুই পয়সা কামাই হইতো। এই জায়গায় এইসব মাল চলে না। কারণ ব্লগে কেউ আপনার মতো ব্যবসা করতে আসে না।
জহিরুল সাহেবের প্রশ্নের উত্তরঃ ব্লগে যারা লেখালেখি করে তারা কেউ ফকিরে ছেলে মেয়ে নয় যে রাস্তায় ক্যানভাস করতে হবে। আর আমি নিজের ব্যবসার জন্য এ লেখা পোস্ট করিনী। সাইটটি ১০০% জেনুইন। বাংলাদেশের তাদের সরকারি গভঃরেজিঃ করা আছে। ভাল লাগলে আপনি করবেন না লাগলে ফালুত মন্তব্য থেকে বিরত থাকুন। আর আপনাদের স্বচক্ষে দেখিয়ে দিলেও ঘুম ভাঙবে না। কারন আপনার ফ্রি কিছু পাবার ধান্দায় থাকেন। সময় হলে মাগুরাতে আসেন দেখে যান আয় করা যায় কিনা অন লাইন থেকে।
মিঃ আকতার ফারুক হৃদয় বলেছেনঃ
আপনার আগেকার পোষ্ট গুলো ভাল লেগেছিল....... শেষে এসে হাই হাই কোম্পানির কথা.............
যদি টাকা না দিয়ে আয় করা যায় সে রকম কোন ভাল ঠিকানা থাকে তবে দেন......... উপকার হবে..............
এনার উত্তরঃ বিনে পয়সায় টাকা ইনকাম করা অত সহজ নয় ভাই। আমি যে সাইট থেকে আয় করছি এটা যে ১০০% সঠিক সেটা আপনাদের বোঝাবার কোন উপায় থাকলে বলুন। ইতি পূর্বে যদি আমার লেখা পড়ে থাকেন তাহলে বুঝবেন আমি ইতি পূর্বে ব্যবসা করার জন্য কোন পোস্ট দিইনি। আর আপনি ব্যবসা করলে আপনার লাভ।
যাইহোক পরবর্তীতে আমি আমার উক্ত পোস্ট ব্লগ থেকে সাসপেন্ড করি।
মোদ্দ কথা চুন খেয়ে গাল পুড়লে যা হয় আমাদের সেই অবস্থা। যারা অবান্তর মন্তব্য করেন তারা অন্তত দু একটা ঠিকানা দেন যেখানে উপকার পাওয়া যাবে।

অনলাইন আয়ের সত্যতা ও বাস্তবতাঃ আয় করুন; তবে ভুয়া/স্কাম সাইট সম্পর্কে সাবধান!!!

অনলাইন আর্নিং এখন আর অবাস্তব কিছু নয় এবং এর অনেক পথই খোলা আছে। তবে কিছু কিছু ভাই বুঝে হোক না বুঝে হোক আর সঠিক আরনিং সাইট না চিনেই হোক স্কাম বা ভুয়া সাইটের লোভনীয় আয়ের প্রচার চালিয়ে যেমন নিজেও হয়রান এবং বিভ্রান্ত হন, তেমনি আমাদেরও রীতিমত ধোকায় ফেলে দেন। তাই আমি আজ আসল অনলাইন আরনিং সাইটের পরিচয় ও পদ্ধতি সম্পর্কে বলবো যাতে কেউ প্রতারিত না হন। আর আপনি চাইলেই অনলাইন থেকে আর্ন করতে পারবেন, তা ১০০% নিশ্চিত?

প্রকৃত আরনিং সাইটের প্রথম বৈশিষ্ট্যই হল--সাইট কর্তৃপক্ষ এবং আয়কারীদের সাথে বিভিন্নভাবে যোগাযোগস্থাপন হয়ে থাকে। এমনকি সেই সাইটের ফোরামের মাধ্যমে বা FAQ এর মাধ্যমে তারা তাদের প্রশ্নোত্তর ও সদস্যদের নানা সমস্যার সমাধান দিয়ে থাকে। আয়কারী সদস্যরাও তাদের মতামত-পরামর্শসহ লেখালেখির সুযোগ পান; মানে জবাবদিহিতা আছে মানে যাকে বলে ইন্টারেক্টিভ সাইট। ফলে কোন সন্দেহ, বিভ্রান্তি যেমন থাকেনা তেমনি সেই সাইটের সদস্যও দ্রুত বেড়ে যায় এবং লেনদেনের অস্বচ্ছতাও থাকে না। পেমেন্টও নিশ্চিত থাকে। অন্যদিকে স্কাম বা ভূয়া সাইটের প্রথম কাজই হল--কাউকে ধরা না দেয়া বা কারো প্রশ্নের কোনরকম জবাব না দেয়া আর জবাবদিহিতা ও কোন পেমেন্টের তো প্রশ্নই আসেনা। শুধু সাইটের কিংবা বিজ্ঞাপনের মাধ্যমেই অবাস্তব অফার দেয়া এবং লোভ দেখানো; বড়কথা ওসব সাইটে কোন ফোরাম থাকেনা বা FAQ পদ্ধতিও নেই।


সঠিক ও প্রকৃত আরনিং সাইটের আয় যৎসামান্যই হয়ে থাকে স্মরন রাখবেন । গুগল এডসেন্স থেকে আয় হয় সত্য, তবে বড় ঝামেলার। আপনার থাকতে হবে একটা ওয়েবসাইট, যা গুগল থেকে বিজ্ঞাপন প্রচারের জন্য অনুমোদিত হতেই হবে। অনুমোদন পাওয়া অনেক কঠিন, আমি ৬ মাস যাবত আমার ওয়েবসাইট সাবমিট করেও এখনও অনুমোদন পাইনি। অনুমোদন পেলে তারা আপনার সাইটে নিয়মিত বিজ্ঞাপন সরবরাহ করবে এবং আপনার পাঠক যদি কোনো বিজ্ঞাপনে ক্লিক করে নির্দিষ্ট সময় ধরে ভিজিট করে, তবেই আপনার একাউন্টে ১,২ বা ৫/১০ সেন্ট ক্ষেত্রবিশেষে ১/২ ডলার পর্যন্ত জমা হবে। তাও আবার আপনি নিজে কিন্তু কোন এডে ক্লিক করতে বা কাউকে উৎসাহিত করতে পারবেন না। শর্ত ভাংলেই একাউন্ট বাতিল বা ব্লক হবে।


তবে যাদের সাইট নেই তারা কি আয় করবেন না? অবশ্যই করবেন এবং এজন্য আছে PTC (paid to click/paid per click) পদ্ধতি। এটা সবচে সহজ পদ্ধতি। কারন অধিকাংশ সাইট প্রতিক্লিকে ১-১০ সেন্ট পর্যন্ত পে করে। তবে আমি আপনাদের কিছু টেকনিক জানাবো যাতে PTC'র মাধ্যমেই ভাল আয় করতে পারেন। প্রথমেই আপনাকে একটি এলা্র্টপে একাউন্ট তৈরি করতে হবে যদি না থাকে।এই লিঙ্কে-https://www.alertpay.com /?1WuDhvywvlnZoD1Mt%2fBfXw%3d%3- গিয়ে Personal Pro Catagory তে একটি একাউন্ট খুলে তা ভেরিফাই করুন। ভেরিফাইড না হলে সমস্যা হবে।


এলার্টপে পাতাটি ওপেন হলে একাউন্টের জন্য তিনটি অপশনের মধ্যে পারসোনাল প্রো অপশনটিতে ক্লিক করে টিক চিহ্ণিত দেখালে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবং পরের পেজ এলে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন শেষ করবেন । আবার বলি- Personal Pro Catagoryতে একাউন্ট খুলে তা ভেরিফাই করতে হবে। ভেরিফাইড না হলে আয় করলেও কিন্তু ঝামেলা হতে পারে। ভেরিফাইয়ের জন্য আপনার একাউন্টে তিনটি অপশনের মধ্যে A ও C অপশন দুটোই বেস্ট। A-তে আপনার ব্যাঙ্কের তথ্য দিয়ে এবং -C-তে আপনার মোবাইল ফোন নম্বরটি ভেরিফাইড করতে হয়।

এখন আয় করতে চাইলে আপনাকে ভালো PTC সাইট খুজে বের করতে হবে। নেট-এ অনেক PTC সাইট আছে যার অধিকাংশই Scam site যা আগেই বলেছি। এই সাইটে ভালো ও বিশ্বস্ত সাইটের অনেক লিঙ্ক আছে, সেখান থেকে পছন্দমত সাইট বেছে নিয়ে সাইন আপ করে কাজ শুরু করে দেখতে পারেন

আরো বিশদ জানতে ও আয় শুরু করতে এই লিঙ্কে যেতে পারেন--http://saboearn.blogspot.com/

http://sabmediamaster.blogspot.com

http://newbangladesh.webs.com/apps/blog/

শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১১